অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। এ কারণেই পরীক্ষা স্থগিত করতে কিছুটা দেরি হয়েছে। এছাড়া, এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়নি।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আমার পদত্যাগের বিষয়ে নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেব না। সরকার যদি মনে করে, এক্ষেত্রে আমার কোনো ব্যত্যয় ঘটেছিল, তাহলে দায়িত্ব আঁকড়ে ধরে থাকার কোনো অভিপ্রায় নেই। মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক।
এ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। আলাদা করে আমাদের প্রকাশের দরকার হয় না।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। অন্যদিকে, মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান।
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মঙ্গলবার রাত পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আইএসপিআর।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025