ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়ে ঘাট ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বন্দরের একটি ঘাট ধ্বংস হয়ে গেছে।
হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল হোদেইদাসহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। হুতির দাবি, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের কারণে এসব হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী হোদেইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আগে আক্রান্ত সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করছে। তিনি আরও বলেছেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে।
এ ছাড়া হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েল হোদেইদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে এক হুতি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বন্দরের ঘাট ধ্বংস হয়ে গেছে বোমাবর্ষণে, যেটি পূর্ববর্তী হামলার পর পুনর্গঠন করা হয়েছিল। এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলায় যে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তার মধ্যে ছিল ‘প্রকৌশল যান, জ্বালানির কনটেইনার, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান এবং ব্যবহৃত আরও সন্ত্রাসী অবকাঠামো হুতি সন্ত্রাসী শাসনের।
সূত্র : রয়টার্স, আনাদোলু।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025