শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে ১৯ জুলাই যশোরের স্থানীয় এক হোটেলে ব্যাংকের বরিশাল ও খুলনা বিভাগ এবং ফরিদপুর জেলার মোট ১৮টি শাখা হতে ৫০ জন কর্মকর্তা নিয়ে ‘ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস এন্ড অফিশিয়ালস-বরিশাল এন্ড খুলনা জোন ইনক্লুডিং ফরিদপুর ডিস্ট্রিক্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় হাফিজুর রহমান, উপ পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
তাছাড়া কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন, এন্টি মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে মূল্যবান বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের ইভিপি, এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম খান এবং এন্টি মানিলন্ডারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম, এফএভিপি যথাক্রমে বিনিয়োগ ভিত্তিক ও বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনভাবে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, আমাদের ব্যাংক এমন কি কর্মকর্তা হিসাবে আমাদেরকে ভোগ করতে হবে।
মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাঁধাগ্রস্ত করে। তাই দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে আইন ও বিধি মোতাবেক সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, যাতে দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ ও জাতির সঠিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025