রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষার্থীর টাঙ্গাইলের বাড়িতে চলছে শোকের মাতম। সোমবার তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা আহাজারি করেন। মঙ্গলবার সকালে নিহতদের লাশ বাড়িতে আনার পর হাজার হাজার মানুষ জড়ো হন। নিস্তব্ধ হয়ে পড়ে আশেপাশের পরিবেশ।
নিহতদের মধ্যে একজনের নাম তানভীর আহমেদ (১৪)। সে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অপরজনের নাম মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
নিহত তানভীরের চাচাতো ভাই সজিব বলেন, তানভীরকে স্কুলে খোঁজাখুঁজি করা হয়। পরে হাসপাতালে গেলে তার মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
তানভীরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুর ইসলাম প্রমুখ।
অপর দিকে দুর্ঘটনায় নিহত জেলার সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের শিশুকন্যা মেহেনাজ আক্তার হুমাইরা। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত হুমায়রার চাচাতো ভাই কাউসার আহমেদ বলেন, রাতেই হুমায়রার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুমায়রাকে দাফন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025