প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন। গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে বিচার শুরু হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ১৫ আগস্ট আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করি। কিন্তু যথা সময়ে পণ্য না আসায় টাকা ফেরত চাই। আসামি ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক দেন।
আসামির একাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার আসামিকে উকিল নোটিশ পাঠানো হয়। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় আদালতে মামলা করি।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025