সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মোবারকের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। দশম সংসদ নির্বাচন পরিচালনাকারী ইসির সদস্য ছিলেন আবদুল মোবারক। তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পরিবারের সদস্য সানজিদা আক্তার গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে সাবেক নির্বাচন কমিশনারের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুপুরে চট্টগ্রামে এমইএস ওমরগণি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা হয়েছে। পরে জন্মস্থান হাটহাজারীতে আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে সাবেক এ নির্বাচন কমিশনারকে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025