প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৩:৩৩ পি.এম
বিমানের জরুরি অবতরণ, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিনেত্রী
ভারতের যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ভারতীয় টেলিভিশন ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল।
মাঝ-আকাশে আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই ‘বিগ বস ওটিটি ৩’ খ্যাত তারকা। তবে পাইলটের বিচক্ষণতায় বড় বিপদ এড়ানো গেছে এবং বিমানটি আহমেদাবাদে নিরাপদে জরুরি অবতরণ করেছে।
অভিনেত্রী সানা মকবুল ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিজ্ঞতার কথা ভক্ত-অনুাগীদের মাঝে শেয়ার করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি।’তার কথায়, ‘পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ। আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব বিমানের সঙ্গে কী ঘটছে তবে এর সমাধান আমাদের প্রয়োজন।
সম্প্রতি বিমান বিভ্রাট এবং জরুরি অবতরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আহমেদাবাদে একটি ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকে বিমান সংস্থাগুলোর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উদ্বেগ বাড়ছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025