রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পসহ তিনটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের ( ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
রবিবার ধারাবাহিক ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকা অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পূর্বে।
ইউএসজিএস ওয়েবসাইটের তথ্যানুসারে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের একই এলাকায় ৩২ মিনিটের ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং একটি ৭ দশমিক ৪। এর ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে একই এলাকায় ৫ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস মনিটর।
এদিকে, মার্কিন জাতীয় সুনামি কেন্দ্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে একই সংস্থা হাওয়াইতে সতর্কতা প্রত্যাহার করে নেয়।
এর কিছুক্ষণ পরেই তিনটি ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়, যার একটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৬।
অপরদিকে জার্মানির জিএফজেড মনিটরও নিশ্চিত করেছে রবিবার কামচাটকা অঞ্চলের পূর্বে কমপক্ষে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। জিএফজেড পরে এটিকে ৭.৪ মাত্রায় আপডেট করেছে।
শহরের ওয়েবসাইট অনুসারে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের জনসংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১৫২ জনেরও বেশি। শহরটি প্রশান্ত মহাসাগরের মুখোমুখি কামচাটকা অঞ্চলে জাপানের উত্তর-পূর্বে এবং বেরিং সাগরের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে অবস্থিত।
কামচাটকা উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025