প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:৫৬ পি.এম
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে : নাহিদ
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সে কারণে ২৪-এর শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্ত সম্মানটুকু পাননি।
রবিবার সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, সারা দেশে আমরা পদযাত্রা করছি, সব শহীদ পরিবারের সঙ্গে বসতেছি।
তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজ-খবর নেওয়া হয়েছে। আমরা যখন সরকারে ছিলাম, তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনো হয়।
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। এবং শহীদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা, আমরা বিভিন্ন জায়গায় সে অভিযোগগুলো শুনি।তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি।
অবশ্যই শহীদ পরিবারগুলোর—শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন।এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারা দেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ-আহত সেল করছি, তার অধীনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি, আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি।
এটি আমরা স্থানীয় একজন সংগঠনের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, তা আমরা সব সময় বলছি এবং ৩ আগস্টে তা নিয়ে আমরা ঢাকায় বড় প্রগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে, ৫ আগস্টের মধ্যে দেবে।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025