প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১:৫৯ পি.এম
বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া, ভূমিধসে নিহত ১৪
দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গিয়ংগি প্রদেশের গ্যাপিয়ং শহরে আজ রবিবার (২০ জুলাই) ভোরে ভূমিধসে একটি বাড়ি ধসে পড়লে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।
সরকারি তথ্য অনুযায়ী, পাঁচ দিনের টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলীয় সানচেং কাউন্টিতে সর্বোচ্চ ৮০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা এই সপ্তাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা।
গ্যাপিয়ং শহরে একদিনেই ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি ও যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার জানিয়েছে, এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্যাঞ্চলে আটজন নিখোঁজ রয়েছে। গ্যাপিয়ং ছাড়াও গোয়াংজু, সানচেংসহ একাধিক এলাকায় ঘরবাড়ি তলিয়ে গেছে।
হাজার হাজার মানুষ এখনো বাড়ি ফিরতে পারেনি।দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের মধ্যে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে এরপর থেকেই তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা যেমন অতিবৃষ্টি, বন্যা, খরা এবং তাপপ্রবাহ দিন দিন বাড়ছে। উল্লেখ্য, ২০২২ সালেও দক্ষিণ কোরিয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : দ্য গার্ডিয়ান
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025