রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
রবিবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু।
গ্রেপ্তারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত (১৯), ইমন (২০), ফজলে রাব্বি (১৯) ও মো. রোমান (২০)। তাদের কাছ থেকে একটি সামুরাই জাতীয় দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) রাতে মোহাম্মদপুর থানার মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা ‘এলটিডি বয়েজ গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা প্রকাশ্যে ও রাতে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নিতো।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্যাংটির বিষয়ে আরও তথ্য যাচাই করে এ সংক্রান্ত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে র্যাব-২।
বাংলা৭১নিউজ/এবি