খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক শহীদ, এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজে জুলাই-গণঅভ্যুত্থানে খাগড়াছড়ির রামগড়ে শহীদ মজিদুল ইসলাম স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের পাশে কৃষ্ণচূড়া ফুলের বৃক্ষরোপণ করা হয়।
তারা মনে করেন, এ বৃক্ষরোপণের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে খাগড়াছড়ির সন্তান শহীদ মজিদের কথা স্মরণ করিয়ে দিবে। পাশাপাশি যা আহত হয়েছেন তাদের কৃতিত্বের কথা ফুটে উঠবে বলে বিশ্বাস করেন আহত ছাত্রজনতা।
বৃক্ষরোপণ কালে খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম, সদর রেঞ্জার মোশারফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মজিদের বড় ভাই মো. মহিন হোসেন, ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি, মো. জাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025