ইতিহাসজুড়ে রাজা, রানি, রাজপুত্র ও রাজকন্যাদের প্রতিকৃতি আঁকতেন দক্ষ চিত্রশিল্পীরা। কিন্তু সময় বদলেছে। এখন এক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) শিল্পী তৈরি করেছে রাজা তৃতীয় চার্লসের একটি নতুন প্রতিকৃতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে রাজার পোর্ট্রেট আঁকার তথ্যটি জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই চিত্রকর্মটির নাম ‘অ্যালগরিদম কিং’, যেটি একেঁছেন নারী রোবট শিল্পী ‘আই-ডা’। এটাই তার প্রথম রাজকীয় প্রতিকৃতি নয়।
এর আগে ২০২৩ সালে তিনি রাজা চার্লসের মা রানী এলিজাবেথ দ্বিতীয় এবং বিখ্যাত এনিগমা কোড-বিষয়ক গণিতবিদ অ্যালান টিউরিং-এর প্রতিকৃতিও এঁকেছিলেন।
রোবটটি তৈরি করেছেন যুক্তরাজ্যের চিত্রকলা উদ্যোক্তা-ব্যবসায়ী আইডান মেলার। আই-ডা তৈরি হয় যুক্তরাজ্যের কর্নওয়ালে, ব্রিটিশ রোবোটিকস কোম্পানি ইঞ্জিনিয়ার্ড আর্টসের সহায়তায়। আই-ডা নামটি এসেছে অ্যাডা লাভলেসের নাম থেকে। তিনি বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার।
আই-ডার চোখে বসানো আছে ছোট ক্যামেরা, যেগুলো তাকে ছবি আঁকতে সাহায্য করে। রোবটটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ব্যবহার করে, রোবট হাত দিয়ে তেলরঙের ক্যানভাসে ছবি আঁকে।
এর আগে ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের একটি পোর্ট্রেট এঁকেছিল আই-ডা। সেই পোর্ট্রেট ও রাজা তৃতীয় চার্লসের পোর্ট্রেট—এই দুই চিত্রকর্মই সম্প্রতি একসঙ্গে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত ‘এআই ফর গুড সামিট’-এ।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে আই-ডা বলে, জাতিসংঘের এই অসাধারণ আয়োজনের অংশ হতে পেরে সে সম্মানিত। রাজা তৃতীয় চার্লসের এই প্রতিকৃতি কেবল একটি সৃজনশীল কাজ নয়; বরং সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তিত ভূমিকার একটি বার্তাও বহন করে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল গঠন করছে, তা ভাবার একটি সুযোগও দেয় এটি।
আই-ডার আঁকা চিত্রকর্ম ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি বিখ্যাত গ্যালারিসহ মিসরের পিরামিড এলাকায়ও প্রদর্শিত হয়েছে। ২০২৪ সালে আই-ডার আঁকা একটি চিত্রকর্ম নিলামে ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল।
সূত্র: বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025