নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে এবং আহত হয়েছেন পাঁচজন। ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্না জানান, “এই মার্কেটে আমার জামাকাপড়ের দোকান ছিল। কিছুদিন আগে প্রায় ২০ লাখ টাকার মালামাল এনেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “চাষাঢ়ায় হকার্সদের পুনর্বাসনের জন্য টিন দিয়ে নির্মিত ৬৪২টি দোকানঘরের মধ্যে ৩০টি পুড়ে গেছে।”
তিনি আরও বলেন, “দাহ্য পদার্থের দোকান থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চেম্বার অব কমার্স এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে আমি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনঃনির্মাণের অনুরোধ জানাচ্ছি।”
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান বলেন, “আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025