পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষ্যে আজ ১৬ দসদ্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে এই সিরিজ।
ঘোষিত এই দলে শ্রীলংকায় সদ্য শেষ হওয়া টি-টোয়োনিস্ট দলে কোনো পরিবর্তন আনা হয়নি। এর বড় কারণ শ্রীলংকা সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
শ্রীলংকা সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। তাকে অধিনায়ক রেখেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
২০ জুলাই সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি হবে ২২ ও ২৪ জুলাই।
বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025