কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ছয়জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) এবং আব্দুল জলিল (৫৫)। এরা সবাই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
এর আগে গত ১৫ এপ্রিল কাজের সন্ধানে তারা সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল এবং পরিবার তাদের কোনো খোঁজ পাচ্ছিল না।
পরবর্তীতে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশের একটি দল দুই শ্রমিকের অবস্থান টেকনাফে শনাক্ত করে। সেখান থেকেই বাকিদের সন্ধান মেলে।
নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, ১৬ এপ্রিল সন্ধ্যায় এমাদ উদ্দিন জানায় তারা কর্মস্থলে পৌঁছেছে। কিন্তু এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। এখন পুলিশ সবাইকে জীবিত উদ্ধার করায় পরিবারে স্বস্তি ফিরেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025