প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৩:৩৭ পি.এম
পাকিস্তানে টানা ভারি বৃষ্টিপাতে ২৪ ঘণ্টায় ৫৪ মৃত্যু
পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। এর ফলে জুনের শেষ দিকে বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০ জনে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
বিশেষ করে পাঞ্জাব প্রদেশে বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত থামার কোনো লক্ষণ নেই।
ফলে নগরভিত্তিক জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির একটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এনডিএমএ-এর একজন মুখপাত্র বৃহস্পতিবার ভোর ৮টার (পাকিস্তান সময়) হিসাবে জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ৫৪ জনের মৃত্যু ও ২২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ প্রাণহানি পাঞ্জাবে ঘটেছে।
তিনি আরো জানান, ২৬ জুন মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা প্রায় ১৮০ জন, যার মধ্যে রয়েছে ৭০ জন শিশু। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন। বৃষ্টির তীব্রতা এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সরকার এক বিবৃতিতে জানায়, ‘ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা জরুরি অবস্থায় ব্যবহারযোগ্য তিন থেকে পাঁচ দিনের খাবার, পানি ও ওষুধ মজুত করে রাখেন।’ উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ বর্ষায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে যায় এবং অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। এবারের পরিস্থিতিও সেই ভয়াল স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
সূত্র : এএফপি
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025