পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিক প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৬ জুলাই গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোন লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৫১ টাকা। গত হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬.৩৮ টাকা।
এদিকে, চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলে বা অর্ধবার্ষিকে (জানুয়ারি থেকে জুন, ২০২৪) এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১.২১ টাকা। গত হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৬.২৯ টাকা।
আলোচিত সময়ে গ্রামীণফোন লিমিটেডের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৬.৯৪ টাকা। গত হিসাববছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ২৮.০৭ টাকা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত গ্রামীণফোন লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.১৫ টাকা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। লভ্যাংশ ঘোষণার কারণে এদিন কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো মূল্যসীমা থাকবে না।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025