ওমান উপসাগরে ২০ লাখ লিটার জ্বালানি পাচারের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান। মেহের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, বুধবার (১৬ জুলাই) হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় কর্মকর্তা মোজতাবা গাহরেমানি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওমান উপসাগরে সন্দেহজনক জ্বালানি চোরাচালানের গতিবিধি পর্যবেক্ষণ ও নজরদারির ধারাবাহিক প্রক্রিয়া চলাকালীন কর্মকর্তারা একটি বিদেশি ট্যাংকার পরিদর্শন করেছেন। এটির পণ্যসম্ভার সম্পর্কিত আইনি কাগজপত্রের অভাব ছিল এবং ২০ লাখ লিটার চোরাচালান জ্বালানি বহনের অভিযোগে এটি আটক করা হয়েছে।
মোজতাবা বলেন, ১৭ জন ক্রু সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রসিকিউটরের কার্যালয়ে একটি বিচারিক মামলা খোলা হয়েছে।
আরব নিউজের প্রতিবেদন অনুসারে, ট্যাংকারটির নাম বা এটি কোন পতাকায় নিবন্ধিত, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভর্তুকি এবং জাতীয় মুদ্রার মূল্য কমে যাওয়ায় প্রতিবেশী দেশগুলোতে এবং উপসাগরীয় আরব রাজ্যগুলোতে সমুদ্রপথে ব্যাপক জ্বালানি পাচারের বিরুদ্ধে লড়াই করছে ইরান।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025