লন্ডনে নিলামে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র ১৫২,৮০০ পাউন্ডে (২০৪,৬৪৮ ডলার) বিক্রি হয়েছে।
নিলাম সংস্থা বনহ্যামস যে ৫০,০০০-৭০,০০০ পাউন্ডের মধ্যে এই চিত্রকর্মটি আনুমানিকভাবে বিক্রি করতে চেয়েছিল। তার চেয়ে এই অঙ্ক অনেক বেশি। ১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন যখন গান্ধীর লন্ডন সফরের সময় এই ছবিটি এঁকেছিলেন।
বনহ্যামস বলেন, এই চিত্রকর্মটিই একমাত্র তৈলচিত্রের প্রতিকৃতি যা গান্ধীজির জন্য অপেক্ষা করেছিল।
তিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। বেশিরভাগ ভারতীয় তাকে জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করে।
১৯৩১ সালে গান্ধী ভারতের সাংবিধানিক সংস্কার এবং স্বায়ত্তশাসনের দাবি নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান দেন। সেসময় এই প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল।
বনহ্যামসের মতে, ক্লেয়ার লেইটন তাঁর অফিসে জায়গা হওয়া খুব কম শিল্পীর মধ্যে একজন ছিলেন এবং একাধিকবার তার প্রতিমূর্তি আঁকার এবং চিত্রকর্ম আঁকার সুযোগ পেয়েছিলেন।
১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে তার মৃত্যুর আগ পর্যন্ত শিল্পীর সংগ্রহে এই শিল্পকর্মগুলি ছিল। এরপর এটি তাঁর পরিবারের কাছে পৌঁছে যায়।
সূত্র: বিবিসি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025