ইরানের শত শত বিজ্ঞানীর মস্তিষ্কে পরমাণু জ্ঞান রয়েছে। চাইলেই তা বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলায়েদ্দিন বোরুজের্দি।
বুধবার ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পশ্চিমা দেশগুলো আবারও নতুন কোনো ভুল করলে তেহরান তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের পরমাণু সক্ষমতার প্রসঙ্গে আলায়েদ্দিন বরুজেরদি বলেন, এই জ্ঞান এখন শত শত ইরানি বিজ্ঞানীর মস্তিষ্কে প্রোথিত। বোমা মেরে এই জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়। বরং তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান কখনোই পিছু হটবে না। পশ্চিমা দেশগুলো কোনো ভুল করলে ইসলামী প্রজাতন্ত্র তার উপযুক্ত জবাব দেবে, অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও দেবে।
সম্প্রতি ইরানকে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ (স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল) চালু করার হুমকি দিয়েছে ইউরোপীয় দেশগুলো। এর জবাবে তিনি বলেন, যদি তারা আবার এই ভুল করে, তবে সংসদ ও সরকার এর চেয়েও কঠোর পদক্ষেপ নেবে।
তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন ইরান তার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করে। সংসদীয় বিলের মাধ্যমে এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং গার্ডিয়ান কাউন্সিল তা অনুমোদন করে কার্যকর করে।
বরুজেরদি বলেন, ইরান কোনো ভয় পাওয়ার দেশ নয়। আমরা আশা করি ইউরোপ বুদ্ধিমত্তার পরিচয় দেবে। আমাদের বৈধ অধিকার থেকে আমাদের কেউ সরাতে পারবে না।
তিনি বলেন, আমরা মূলত আলোচনার বিপক্ষে নই। তবে আলোচনার আগে অবশ্যই আমাদের অধিকারকে সম্মান করতে হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো আমাদের সার্বভৌম অধিকার, যা আমাদের জাতীয় প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাব।
সাক্ষাৎকারের শেষাংশে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দেওয়া না হয়, ততক্ষণ আলোচনার কোনো অর্থ নেই।
ইউরেনিয়াম ‘শূন্য সমৃদ্ধকরণ’-এর পশ্চিমা দাবি কোনোভাবেই ইরান মেনে নেবে না বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025