রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ হওয়া দুই ভাই মো. রোকন (১৪) ও মো. তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
বুধবার (১৬ জুলাই) ভোররাতে রোকন এবং সকাল ৮টার পর তামিমের মৃত্যু হয়। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের একমাত্র বোন ১ বছরের শিশু আয়েশা মারা যায়।
প্রতিবেশী জাকির হোসেন বলেন, সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজের কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা গিয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
তিনি বলেন, ওই বাসাটি তারা কিছুদিন আগে ভাড়া নিয়েছিল। রাতে সবাই ঘুমিয়ে ছিল, তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরিবারটির কর্তা রিপন পেশায় ভ্যানচালক। তিনি এবং তার স্ত্রীও দগ্ধ হয়েছেন। তারাও সংকটাপন্ন অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোর রাতের দিকে রোকনের মৃত্যু হয়, তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়, তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ ছিল। এর আগে রোকন-তামিমের একমাত্র বোন ১ বছরের শিশু আয়েশা মারা যায়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন। বর্তমানে তাদের বাবা রিপন ৬০ শতাংশ ও মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার ভোররাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের পাঁচ সদস্যের সবাই দগ্ধ হন।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025