বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা আবর্জনা ফেলে প্রতিবাদ জানাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। মূল সড়কে ময়লা আবর্জনা পরে থাকার কারণে এক সাইট ধরে চলাচল করছে যানবাহনগুলো, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) নতুন বাজার এলাকার মূল সড়কে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে এই সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট বলেন, দুপুর ১টার দিকে নতুন বাজারে এ ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছে, তারা বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছে। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে এক সাইট দিয়ে যানবাহনগুলো চলাচল করায় যানবাহনগুলোর ধীর গতি সৃষ্টি হয়েছে।
সড়কে ময়লা ফেলে আন্দোলনে অংশ নেওয়া এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, আমাদের বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা। যে কারণে আমরা এভাবে রাস্তায় ময়লা ফেলেছি, দাবি আদায় করতে। আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে আমরা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে ফেলবো।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।
এদিকে এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় সংস্থাটির কাছে সার্বিক বিষয় জানতে চাইলে মুখপাত্র মকবুল হোসাইন বলেন, তারা বেতনের দাবিতে আন্দোলন করছে তাদের পাওনা সিটি কর্পোরেশনের কাছে নয়।
তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাটর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। ওখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়ে বেতন পরিশোধ করেনি, এখানে ফল্ট কার- সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025