জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় চারজনসহ জুলাই-আগস্টের বিভিন্ন মামলায় ১২ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার আগে বিভিন্ন কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়।
আসামিরা হলেন, শাহবাগ থানার ওসি অপারেশন মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো.সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
২০১৬ সালে মিরপুরের জাহাজবাড়ি হত্যার ঘটনায় দায়ের করা অপর এক মামলায় তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামীরা হলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা।
সাভারের আরও এক মামলায় আনা হয়েছে সাবেক নায়েক সোহেল, জি এস মিজান মিজানুর রহমান ও জাকির হোসেনকে (মামা জাকির)।
অন্যদিকে, রামপুরা দেয়ালের কার্নিসে ঝুলে থাকা একজনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আসামিরা হলেন, সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ও সাবেক এ এস আই চঞ্চল চন্দ্র সাহা।
এসব মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025