ব্যাটাররা যে দৃঢ়তা দেখালেন, তার ধারবাহিকতা ধরে রাখলেন বোলাররাও। তাদের সাঁড়াসি বোলিংয়ে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে গেলো শ্রীলঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮৩ রানের অনবদ্য এক জয়ে সিরিজে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।
ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছিল বাংলাদেশের ব্যাটাররা। জবাব দিতে নেমে ১৫.২ ওভারে ৯৪ রানেই অলআউট হলো লঙ্কানরা।
প্রথম ম্যাচে ১৫৪ রান করে হারতে হয়েছিল ৭ উইকেটের ব্যবধানে। তবে প্রথম ম্যাচে হারের জন্য একাদশ গঠনের দুর্বলতাকেই অনেকে দায়ী করেন। যে কারণে দ্বিতীয় ম্যাচে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজায় টিম বাংলাদেশ। সেই পরিবর্তনের সুফল ম্যাচ জয় দিয়েই প্রমাণ হলো।
ব্যাটার হিসেবে জাকের আলি অনিক হয়তো খুব বেশি কিছু করতে পারেননি। তবে বোলার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ৩ উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য গড়তে ভূমিকা রাখেন।
যদিও বল হাতে সবচেয়ে কার্যকরি ভূমিকা রাখেন রিশাদ হোসেন। তার ৩.২ ওভারে ১৮ রান দিয়ে নেয়া ৩ উইকেটই লঙ্কান ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। এছাড়া শরিফুল ও সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট। মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ নেন ১টি করে উইকেট।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটাররা মোটেও দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। ওপেনার পাথুম নিশাঙ্কা যদিও একটু লড়াই করার চেষ্টা করেন। কিন্তু তিনিও ৩২ রান করে বিদায় নেন। এছাড়া মিডল অর্ডারে দাসুন সানাকা করেন ২০ রান। এছাড়া লঙ্কান ব্যাটারদের আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস ৫০ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন। ৪৮ রান করেন শামীম হোসেন পাটোয়ারী ও তাওহিদ হৃদয় করেন ৩১ রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন লিটন দাস।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025