ভুয়া নিয়োগপত্র ইস্যুতে সংশ্লিষ্টদের সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রোববার (১৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বার্তায় বলা হয়, সম্প্রতি একটি অসাধু চক্র বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা এবং ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টার বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
বার্তায় আরও বলা হয়, পেট্রোবাংলার সব নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশ পাওয়া প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
প্রতারক চক্রের এসব ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক করা হলো। নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025