রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকেরা।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে চালকেরা বিআরটিএর সামনে অবস্থান নেন। তাদের অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধকারীরা জানিয়েছেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।
চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025