রাজধানীর বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় আশরাফুল আলম(৩২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আশরাফুল আলম গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার কালমী গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন আশরাফুল। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাপুলিশকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025