জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আগামী ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদন শেষে আবেদনকারীদের আবেদন ফরম প্রিন্ট করে নির্ধারিত ফি বাবদ ৪০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে। কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি বা সরাসরি জমা দেওয়ার মাধ্যমেই ফি পরিশোধ করা যাবে।
আর আবেদন ফরম কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ আগস্ট। এরপর কলেজগুলো আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ (প্রতি আবেদনকারী ৩০০ টাকা হারে) সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় ভর্তি ফান্ডে জমা দেবে।
এই টাকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত। ফি জমা দিতে হলে সংশ্লিষ্ট কলেজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে এপ্লিকেশন পেমেন্ট ইনফো (প্রিলি.) অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করে, তা প্রিন্ট করে নিয়ে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025