ফেনী ও এর তৎসংলগ্ন অঞ্চলে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায় ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সুস্পষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছে ঢাকাস্থ ফেনীবাসী।
শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিগত বছরের মতো এবারও ফেনী জেলা বন্যাকবলিত হয়েছে। অথচ তা প্রতিরোধে সরকার ও উপদেষ্টাদের কোনো পদক্ষেপ লক্ষ করা যায়নি। তাছাড়া প্রতিবছরই প্রতিবেশী দেশ হিংসাত্মকভাবে পানি ছেড়ে দিয়ে থাকে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়। ফেনী সবসময়ই অবহেলিত ও নিপীড়িত হয়ে এসেছে। তাই অন্তর্বর্তী সরকারের নিকট দাবি, ফেনীতে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণসহ যাবতীয় কার্যকর পদক্ষেপ দ্রুততম সময়ে গ্রহণ করা হোক।
সংগঠনের পক্ষ থেকে যেসব দাবি উপস্থাপন করা হয় সেগুলো হলো-
১. বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে উজানের পানি এসে ভাটি এলাকার বন্যার কারণ না হয়।
২. ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ এই অঞ্চলের মানুষের বন্যা ও জলোচ্ছ্বাসের রক্ষাকবচ বল্লামুখা বাঁধ ও মুছাপুর ক্লোজার অবিলম্বে পুনর্নির্মাণ করতে হবে।
৩. এই এলাকার শহর ও গ্রামে জলাবদ্ধতা নিরসনে জলাধার উদ্ধার, পানি নিষ্কাশন লাইন তৈরি, নদী খনন ও যত্রতত্র স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৪. ২৪ সালের বন্যার পরে অন্তর্বর্তী সরকার ১ হাজার কোটি টাকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছে। এই বিপুল পরিমাণ টাকা কোথায় খরচ হয়েছে বা কী পরিকল্পনা নেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। একইসাথে গতবার ও এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মৎস্য খামারের সঠিক তথ্য যাচাই করে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বন্যা উপদ্রুত এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিন তলা ভবন নির্মাণ করতে হবে, যাতে করে বন্যার সময় এগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়।
৬. পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজ ব্যাহত হয়েছে। যেসব বাঁধ মেরামত হয়েছে, সেগুলোও ছয় মাস না যেতেই ফাটলের মুখে পড়েছে। এসব কর্মকাণ্ড তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
৭. ফেনীসহ এই অঞ্চলের মানুষ ভারতীয় পানি আগ্রাসনের শিকার। এর বিরুদ্ধে যথাযথ রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে। ফেনী নদীর পানি ভারতকে দেওয়া বন্ধ করতে হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025