টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের ২১টি জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ফেনীতে ডুবেছে এক হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল। এ তথ্য পাওয়া গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের কার্যালয় থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে অবিরাম বর্ষণের ফলে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উপকূলের ২১ জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শত শত বাড়িঘরে পানি উঠে গেছে। ফলে অনেককে আশ্রয় নিতে হয়েছে নিরাপদে। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা চালাচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা ফসল (আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি) পানিতে ডুবেছে।
অধিদপ্তরের তথ্য মতে, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুর (মোট ২১) জেলার ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে ডুবেছে।
এর মধ্যে আছে আউশ আবাদের ৪৪ হাজার ৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪ হাজার ৩৯৩ হেক্টর, পাট ১৩৫ হেক্টর, শাকসবজি ৯ হাজার ৬৭৩ হেক্টর, কলা ১১৪ হেক্টর, পেঁপে ২৯৩ হেক্টর, পান ৩৮৭ হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ হেক্টর, মরিচ ১০৪ হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ আবাদের ২৮১ হেক্টর জমি।
কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে ডুবেছে, এর মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি, মরিচ ও আখ। নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর জমির ফসল ডুবেছে পানিতে। এর মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি, মরিচ ও তরমুজ। আর ফেনীতে ডুবে যাওয়া ১ হাজার ৬৫৫ হেক্টর জমির ফসলের মধ্যে আছে আউশ, আমন, শাকসবজি ও মরিচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ক্রমান্বয়ে কমে যাচ্ছে ফসলসমূহের নিমজ্জিত থাকার হার।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025