ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। রবিবার ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারছেন না দলটির দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেজ।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরাসরি লাল কার্ড দেখায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা। নিষেধাজ্ঞার কারণে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারেননি। এবার খেলতে পারবেন না বহু প্রতীক্ষিত ফাইনালেও।
তবে তাদের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলেনি পিএসজির ওপর। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।
২০২৫ সালে দুর্দান্ত ফর্মে আছে পিএসজি। ফরাসি লিগ শিরোপা জয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয় করেছে তারা। আর এখন তারা এক ধাপ দূরে ইতিহাস গড়ে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করার। সেই লক্ষ্যে চূড়ান্ত পরীক্ষায় তাদের সামনে চেলসি।
পথে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে পিএসজি। অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০, বায়ার্ন মিউনিখকে ২-০ এবং রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে লুইস এনরিকের দল।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025