গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলের ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। একই সঙ্গে তারা জানায়, ইসরায়েলের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতির আলোচনা এখনো কঠিন হয়ে উঠেছে।
বুধবার এই মন্তব্য আসে এমন একসময়ে, যখন ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশাবাদ প্রকাশ করেছেন যে শিগগিরই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে।
হামাস জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো সমাধান হয়নি-এর মধ্যে রয়েছে খুব জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য সত্যিকারের নিশ্চয়তা।
হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছি এবং প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি, যাতে আমাদের জনগণকে রক্ষা করা যায়, গণহত্যা বন্ধ করা যায় এবং আমাদের জনগণের কাছে সাহায্য স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে পৌঁছাতে পারে, যতক্ষণ না আমরা যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে পারি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025