ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫ শুরু হয়েছে গত ৮ জুলাই। সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) এই আর্টক্যাম্পটি চলবে ১২ জুলাই পর্যন্ত।
এই আর্ট ক্যাম্পে বাংলাদেশ থেকে একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ যোগ দিয়েছেন দেশের ৭ জন প্রতিষ্ঠিত তরুণ প্রতিভাবান শিল্পী। শিল্পীরা হলেন— শিল্পী কানক চাঁপা চাকমা, আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি এবং রূপশ্রী হাজং।
এছাড়া ভুটানের ২ জন তরুণ শিল্পীও এসপিবিএ ভুটান আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন— উগেন সেরিং দয়া এবং কিশোর দাহাল।
এরই মধ্যে ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সঙ্গে মত বিনিময়ও করেন। এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫-এর সার্বিক পরিচালনায় আছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025