বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য ভুটানকে সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভুটান চাইলে বাংলাদেশ যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে, তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত করার ব্যাপক সুযোগ রয়েছে।
বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি।
দীর্ঘদিনের ইতিহাসসমৃদ্ধ এবং বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বলেন, চিকিৎসা শিক্ষাসহ ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা ভুটানের কাছে অত্যন্ত মূল্যবান।
তিনি বলেন, ভুটান বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি তরুণদের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে সংস্কৃতি জানার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।
তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025