লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চান মিয়াকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) লালবাগের শহীদ গলি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, চাঁদাবাজ চান মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে সরকারি জায়গা দখল করে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। লালবাগ থানাধীন শহিদনগর এলাকায় আওয়ামী সরকারের পতনের পর থেকেই অভিযুক্ত যুবদল সভাপতি চান মিয়া আধিপত্য বিস্তার করে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনাক্যাম্প যুবদল সভাপতি চান মিয়াকে জোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহিদনগর ৩ নাম্বার গলি থেকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান বলেন, চান মিয়াকে গতকাল রাতে আটক করে আমাদের থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025