লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ দেশটিতে আটকেপড়া ১৬২ বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবাসিত এসব বাংলাদেশিদের বুধবার (৯ জুলাই) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন অভিবাসী আটক ছিলেন।
এ ছাড়া, ৫ জন ত্রিপোলিতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।
আইওএম কর্তৃক ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (UZ222) ৮ জুলাই বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটি ৯ জুলাই বুধবার আনুমানিক সকাল ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025