ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠান আর্থিক প্রতারণার চেষ্টা করছে—এমন অভিযোগে সতর্কবার্তা জারি করেছে সরকারি সংস্থা টিসিবি।
‘তাসনিম ট্রেডার্স’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান টিসিবির সঙ্গে জড়িত এমন দাবি করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। তবে টিসিবি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো ধরনের চুক্তি, সম্পর্ক বা কার্যক্রম নেই।
মঙ্গলবার টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত একটি সরকারি চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করছে, তারা টিসিবিতে পণ্য সরবরাহ করবে।
এই মিথ্যা দাবি দেখিয়ে তারা প্রতারণামূলকভাবে টাকা নিচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত অনুমোদনপত্রে টিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই, এবং টিসিবির পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।
এ ঘটনায় বিভ্রান্তি ও প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিসিবি। বিশেষ করে টিসিবির নাম ব্যবহার করে কেউ যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে না জড়ান—এমন অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025