সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (৭ জুলাই) রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে সংরক্ষণ করেন। পরে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
তিনি আরও বলেন, একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করেন। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শোয়াইব ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভিকটিম গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা করেন। এরপর গতকাল মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025