চট্টগ্রামের রাউজান উপজেলার আলোচিত প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার আসামি তার ভাই মো. নাজিম উদ্দিন ও মো. দিদারুল আলম (৩৩) এবং মা শহিদা বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
সোমবার (৭ জুলাই) হাটহাজারী উপজেলার চৌধুরী হাট, বড় দিঘীর পাড এবং লালিয়ার হাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নুরুল আলম বকুল পেশায় প্রকৌশলী। তার বাড়ি রাউজানের হলদিয়া ইউনিয়ন এলাকায়। গত ১ এপ্রিল নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন শাহ আলম বকুল (৪১)। জায়গা নিয়ে বিরোধের জেরে পরিবারের সদস্যরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রাজু বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করে। গ্রেপ্তার ৩ জন ওই মামলার এজাহারে উল্লেখিত আসামি।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার এবং আসামিরা সবাই একই মায়ের সন্তান। তবে একই বাবার না। ভুক্তভোগী নুরুল আলম এবং মামলার বাদী শহিদা বেগমের এক সংসারের সন্তান এবং আসামিরা শহিদার অপর সংসারের সন্তান।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025