শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।
সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাবাহিনী।
দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে। আজ বিকেল তিনটায় সোনালী ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল।
পাল্লেকেলেতে মঙ্গলবার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলেই কেবল ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে টাইগাররা।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। দুটি সিরিজ হয়েছে ড্র।
শ্রীলঙ্কার মাটিতে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এই মধ্যে ২০১৩ ও ২০১৭ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছিল টাইগাররা, সিরিজের অন্য বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। বাকি ৪টিতে হয়েছে হোয়াইটওয়াশ।
চলতি সিরিজের আগে সর্বশেষ ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবার হোয়াইটওয়াশের শঙ্কা নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালের। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025