রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত ৩০ জুন রিমান্ড শুনানির তারিখ থাকলেও উচ্চ আদালতে জামিন শুনানির আবেদন পেন্ডিং থাকায় ৭ জুলাই রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশাচালক তুহিন (৩৬)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নম্বর আসামি।
আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে আমরা ফৌজদারি মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় আমরা রিমান্ড শুনানির তারিখ আরও পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, তুহিন হত্যা মামলার আসামি আইভীকে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে। উচ্চ আদালতে জামিন আবেদন পেন্ডিং থাকায় আসামিপক্ষ রিমান্ড শুনানি পেছানোর আবেদন জানালে আদালত ৭ জুলাই রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। তবে আসামিপক্ষ আবারও রিমান্ড শুনানি পেছানোর আবেদন করলেও আদালত সেটা আমলে নেননি। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025