রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ৩ নং কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. ইমরান (৩৭) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান রাজবাড়ী সদরের বাগমারা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বর্তমানে নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।
নিহতের সহকর্মী কামাল জানান, আজ বিকেলের দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের কলেজ রোডের একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে রড বিছানোর কাজ করছিল ইমরান। এ সময় অসাবধানবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ইমরান আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025