বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার গঠনের জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে।
সোমবার সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
ইলিয়াসপত্নী বলেন, আজকে যখন সর্ববৃহৎ জনপ্রিয় দল হিসেবে নিবর্চানে অংশ নিতে চাচ্ছে তখনই বিএনপিকে থামাতে ষড়যন্ত্র চলছে, এবং অপপ্রচার চলছে। এতোদিন ধরে যারা লড়াই করেছেন, তারা নিজেদের বিরুদ্ধে অপপ্রচার না করে সেই সমস্ত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিবেন। আমরা অবশ্যই গণতান্ত্রিক বিজয়ের পথে যাবো।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025