চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান আসামি বাস চালক মো. সোহেল তালুকদারকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার সোহেল তালুকদার (২৭) ঢাকার দক্ষিণখাঁন থানার ফরহাদাবাদ এলাকার মো.হানিফের ছেলে। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে রাজধানী মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়- নিহত মো. রফিকুল ইসলাম গত ১ এপ্রিল আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীসহ মোট ১১ জন সদস্যকে নিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসযোগে রওনা করেন।
২ এপ্রিল সকালে লোহাগাড়ার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিকুল ইসলাম, তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং আত্মীয়-স্বজনসহ ১০ জন মাইক্রোবাস যাত্রী মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন যাত্রীসহ সর্বমোট ১১ জন যাত্রীর মৃত্যু হয়। বাসটি ঘটনাস্থলে রেখে বাস চালক পালিয়ে যায়। নিহত রফিকুলের শ্যালক মো.রবিউল হাসান সুজন বাদী হয়ে লোহাগাড়া থানায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রিলাক্স পরিবহনের বাস চালক মো.সোহেল ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিয়ে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল সোহেল। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025