জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফের আর কোনো আগ্রাসন বরদাস্ত করা হবে না।
রবিবার দুপুরে শহরের জুলাই আন্দোলনস্থল শান্তি মোড় থেকে বের হওয়া জুলাই পদযাত্রা শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বিএসএফ সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে, হামলা চালিয়েছে, গ্রেনেড নিক্ষেপ করেছে। এসব এখন আর সহ্য করা হবে না। এবার যদি সীমান্তে আবারো আগ্রাসন হয়, তাহলে আমরা লংমার্চ করবো, নিজেদের সীমান্ত নিজেদেরই রক্ষা করতে হবে।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্ত প্রতিরোধের প্রতীক। কৃষকের কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তোলার যে ইতিহাস, তা এ জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে।
এনসিপির এই নেতা বলেন, গণ-অভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি। আমরা রাষ্ট্রে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন দাবি করেছি।
জেলা প্রধান সমন্বয়ক ওলিউল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। এ সময় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025