নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ নারীযোদ্ধা সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এসময় তিনি বলেন, “আমার দুটি বড় আগ্রহের জায়গা—এক, শহীদ নারীযোদ্ধারা যেন রাষ্ট্র নির্ধারিত অধিকার পূর্ণভাবে পান; দুই, তাদের পরিবারগুলো এখন কেমন আছে, সেই সংকটগুলো বোঝা এবং সহায়তা করা।”
রবিবার (৬ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের পাইনাদিন নতুন মহল্লা এলাকায় শহীদ সুমাইয়ার বাড়িতে গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় শহীদ সুমাইয়ার মা, ভাই-বোন এবং সন্তানদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, “শহীদ সুমাইয়ার তিনটি ছোট ভাই, তাঁর মা ও সন্তান রয়েছে। এই পরিবারের নিরাপত্তা, শিশুটির লেখাপড়া, এবং ভবিষ্যতের জীবনযাত্রা যেন নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা রিসোর্স ও ক্যাপাসিটি কীভাবে কাজে লাগানো যায়, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
শারমিন মুরশিদ বলেন, “১১টি শহীদ নারীযোদ্ধার পরিবার রয়েছে। তাদের জীবন ও আত্মত্যাগ নিয়ে আমরা একটি গবেষণা ও পাবলিকেশন প্রকাশ করতে চাই। মেয়েরা অনেক গল্প বয়ে বেড়ায়, অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে, যা সামনে আসে না। আমরা চাই না, তারা হারিয়ে যাক। তাদের গল্পগুলো বাঁচিয়ে রাখতে হবে।”
তিনি আরও বলেন, “এই শহীদ পরিবারের সন্তানদের যারা যত্ন করে বড় করবে, তাদের জন্য বিশেষ সহায়তা বা রাষ্ট্রীয় অগ্রাধিকার থাকা উচিত। এটি শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক দায়।”
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এবং বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে নিজেদের ট্রাইব্যুনাল গঠন করে কাজ শুরু করেছি, যা সাধারণত এত তাড়াতাড়ি সম্ভব হয় না। তবে বিচার দ্রুত করতে গিয়ে অবিচার যেন না হয়, সেটিও মাথায় রাখতে হবে।”
তিনি আশ্বস্ত করে বলেন, “রাষ্ট্র কারও সঙ্গে অন্যায় করবে না। আর যদি কোনো ভুল হয়, তা সংশোধনের দায়িত্ব রাষ্ট্রের। আমরা উন্মুক্ত সরকার চালাই—ত্রুটি ধরিয়ে দিতে পারেন, গালও দিতে পারেন, কিন্তু সেই গালের সঙ্গে সমাধানের পরামর্শটাও থাকুক—এটাই কাম্য।”
ঢালাও মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে কিছু ভুল হয়েছে। দ্রুত কাজ করতে গিয়েই কিছু ত্রুটি হয়েছে। তবে ডিসি সাহেবরা এখন এসব ভুল সংশোধনের কাজ করছেন।”
সাক্ষাতের সময় উপদেষ্টা শহীদ পরিবারের প্রতি সরকারের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল স্তরে সহানুভূতি ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025