রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন।
পুলিশ জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।
রোববার (৬ জুন) ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।
এর আগে, গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।
জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে মুশফিকুর রহমান বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025