পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাসার মেশিন উচ্ছেদ বন্ধ এবং পুলিশ ও বিআরটিএ কর্তৃক পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দাবিতে সিলেটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট। শনিবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সিলেট জেলার অভ্যন্তরে ট্রাক, পিকআপ ভ্যান, লরি ও কাভার্ড ভ্যানসহ কোন ধরণের পণ্য পরিবহন যান চলাচল করেনি। আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।
ধর্মঘটের কারণে শনিবার সকাল ৬টার পর থেকে পণ্যবাহী কোন ট্রাক সিলেটে প্রবেশ করেনি। একই সময়ের পর থেকে কোন ট্রাক সিলেট থেকে ছেড়েও যায়নি। সিলেট-ঢাকা মহাসড়ক ও কয়েকটি আঞ্চলিক সড়কে পরিবহন শ্রমিকদের পিকেটিং করেতেও দেখা গেছে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া জানান, পাঁচ দফা দাবিতে জেলার সকল পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি মানা না হলে কর্মবিরতির পর অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘটেরও ডাক দেওয়া হবে।
প্রসঙ্গত, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া ও পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে পাথর ব্যবসায়ের সাথে সংশ্লিস্ট ব্যবসায়ী, শ্রমিক এবং পরিবহন শ্রমিকরা এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার থেকে শুরু হয়েছে পণ্য পরিবহন ধর্মঘট।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025