কক্সবাজারের রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।
পরিবারের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ জুলাই দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পর আত্মীয়।
নিখোঁজ চারজন হলো: আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির (রামু বাইপাস) সৈয়দ উল্লাহ'র ছেলে সাহেদ সৈয়দ (রামু বাইপাস),নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (কাউয়ারখোপ বৈলতলা), কলিম উল্লাহ'র ছেলে উমর ফারুক ইমন (বাংলাবাজার মুক্তারকুল)।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারগুলো মর্মাহত হয়ে পড়েছে এবং সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025